উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,ফটিকছড়ি, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপজেলা পর্যায়ের একটি অফিস। অত্র কার্যালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্তর্ভুক্ত এবং উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, চট্টগ্রাম এর নিয়ন্ত্রনাধীন। সরকারী কর্মকমিশনের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ দপ্তরের প্রধান।এছাড়া একজন মেডিকেল অফিসার(এম,সি,এইচএফ-পি) ক্লিনিক সাইডের প্রধানের দায়িত্ব পালন করে থাকেন। অত্র কার্যালয়ের আওতায় ১০ টি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এছাড়া অত্র উপযেলার ২০ টি ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী, পঃপঃপরিদর্শক, পঃকঃপরিদর্শিকা, সাবএসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার সহ অন্যান্য কর্মচারীদের মাধ্যমে মা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং সম্পৃক্ত বিষয়ে গৃহীত কার্যক্রম পরিচালিত এবং বাস্তবায়িত হয় ।
কার্যক্রম
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সদর পরিবার পরিকল্পনা ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক এবং স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কিশোর কিশোরী সেবা সহ বিভিন্ন সরকারী কর্মসূচী সাফল্যের সাথে পরিচালনা করে চলছে। এছাড়াও এ অফিস বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সফলতা অর্জনে সার্বিক কার্যক্রম গ্রহন করা, লক্ষ্যমাত্রা অনুযায়ী মাসিক অগ্রগতি পর্যবেক্ষন ও মনিটর করে থাকে। ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে পরিচালিত কার্যক্রম, ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সেবাকেন্দ্র সমূহ এবং নিয়োজিত কর্মীদের সুপারভিশন, সক্ষম দম্পতিদের জন্য জন্মনিরোধক ও অন্যান্য সামগ্রীর সরবরাহ নিশ্চিতকরা এ অফিসের প্রধান কাজগুলির মধ্যে অন্যতম। তাছাড়া প্রতিটি গর্ভবতী মায়ের মোবাইল নাম্বার সহ তালিকা সংরক্ষণ, যথাসময়ে গর্ভবতী মায়ের কাছে সেবা পৌছে দেয়া এবং ঝুকি নিরূপন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত অত্র বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমানে সরকারের ডিজিটাল অগ্রযাত্রায় শামিল হয়ে ফটিকছড়ি উপজেলায় e-mis কার্যক্রম চালু করা হয়েছে। e-mis এর আওতায় প্রতিটি সক্ষম দম্পতির বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে। উপজেলার সকল প্রতিবেদন অনলাইনে প্রেরণ করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস